সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
০১. কম্পিউটার কম্পোজ, ফটোকপি, স্ক্যানিং, লেমিনেটিং, ই-মেইল, ছবি তোলা, পুরাতন ছবি দিয়ে ছবি তোলা। মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া, জনম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকতব সনদ পত্র।
০২. স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রশ্নপত্র কম্পোজ করা হয়।
০৩. পাসপোর্ট ফরম পূরন/ বিক্রয় করা ও অনলাইনে ডিজিটাল (M.R.P) পাসপোর্টের আবেদন করা হয়।
০৪. সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যায়।
০৫. অনলাইনে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আবেদন ফরম পূরণ করা হয়।
০৬. যে কোন দেশে ই-মেইল পাঠানো, ই-মেইল একাউন্ট খোলা, ফেসবুক একাউন্ট খোলা হয়।
০৭. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেটের মাধ্যমে ভর্তি ফরম পূরণ ও শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করা যায়।
০৮. বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার ও নিবন্ধন পরীক্ষার ফলাফল জানা যায়।
০৯. সরকারী/বে-সরকারী বিভিন্ন ধরনের ফরম পাওয়া যায়।
১০. দুবাই/ সিঙ্গাপুর/ কাতারের ভিসা চেক করা হয়।
১১. ভারতীয় ভীসা ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যায়।
১২. ভিসার মেয়াদ জানা যায়।
১৩. সকল জমির পর্চা ও নকল (S.A, B.S, C.S, R.Sখতিয়ান) আবেদনের মাধ্যমে পাওয়া যায়।
১৪. ইন্টারনেট ব্রাউজিং করা যায়।
১৫. কম্পিউটার/ লেপটপ সার্ভিসিং করা হয়।
১৬. প্রয়োজনীয় আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
১৭. কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া শেষে কারীগরি শিক্ষা বোর্ড থেকে সনদ পত্র প্রদান করা হয়।
১৮. বিশ্বের সকল দেশের সাথে ইন্টারনেটের মাধ্যমে ছবি দেখা সহ সুলভ মূল্যে কথা বলা যায়।
১৯. ভিডি ও চ্যাটিং করা যায়।
২০. স্কুল/মাদ্রাসার, (৮ম/১০ম শ্রেনীর) e-SIF ফরম পূরনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা যায়।
২১. এইচ.এস.সি শিক্ষার্থীদের অনলাইনে e-FF ফরম পূরণ করা যায়।
২২. জনম/মৃত্যু বিনন্ধনের জন্য আবেদন পত্র পাওয়া যায়।
২৩. ভোটার তালিকা ও দলিল লেকার ফরমেট পাওয়া যায়।
২৪. মোবাইল রিং টোন ও গান লোড, করা হয়।
২৫. মোবাইল ব্যাংকিং।
২৬. অন্যান্য জনকল্যান শিক্ষা ও সচেতন মূলক সেবা।
যোগাযোগ
মোঃ কামরুল হাসান
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে।
০৫ নং নলচিড়া ইউনয়ন পরিষদ
গৌরনদী, বরিশাল।
মোবাইলঃ ০১৭২৭-০৭৫২৫৮
Web: http://nalchira.barisal.gov.bd
E-mail: kamrulnalchira@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS